আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়। জাতিসংঘ কর্তৃক ২০২২ সালে নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ নির্ধারণ করা হয়েছে। এর আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। বিশ^ নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন), ময়মনসিংহ রেঞ্জ ও জেলা ফোকাল পয়েন্ট কমিটি কর্তৃক অদ্য বেলা ১২.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে তিনি নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠায় নারীদের সাথে ভাল ব্যবহার ও আচরণ করা, নারীদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে সমাজের সর্বস্তরের মানুষদের প্রতি আহ্বান জানান। নারীরা নিজের কর্মদক্ষতা দ্বারা সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে বলে তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন), ময়মনসিংহ রেঞ্জ ও জেলা ফোকাল পয়েন্ট কমিটি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী নারী পুলিশ সদস্যকে পুরস্কার বিতরণে অংশগ্রহণ করেন। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদ্য ০৮.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহ ও ময়মনসিংহ সাইক্লিষ্টস সংগঠন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সাইকেল র্যালীতে বিশেষ অতিথি হিসেবে র্যালী উদ্বোধনে অংশগ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।