স্টাফ রিপোর্টার : কুকুর টানাটানিতে ব্যাগ থেকে বেরিয়ে আসে এক নবজাতক শিশুর মরদেহ। কুকুরের টানাহেঁচড়ায় নবজাতকের শরীরের গাঁয়ের চামড়া ছিলে যায়। কোমর থেকে বাম পা কুকুরের কামড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় রাস্তার পাশ থেকে এমন একটি নবজাতকের দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজসংলগ্ন ক্লিনিকপাড়া চরপাড়া কপিক্ষেত এলাকায় জনতা ব্যাংকের পেছনের রাস্তার পাশে একটি ব্যাগ কুকুর টানাটানি করলে ভেতর থেকে বেরিয়ে আসে এক নবজাতক শিশুর মরদেহ। এ সময় পথচারী দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে কুকুর তাড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। জন্মের পর ব্যাগে ভরে নবজাতকটিকে ফেলে যেতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই ফারুক আহমেদ জানান, স্থানীয়রা বলছে ছেলে নবজাতকের মরদেহ এটি। কুকুর টানাটানি ছিন্নভিন্ন করে ফেলেছে। বাম পা পাওয়া যায়নি। দেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।