করোনা ভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের মধ্যকার অনুর্ধ-১৯ জাতীয় দলের প্রীতি ম্যাচ। বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন স্কটল্যান্ডের কোচ বিলি স্টার্কের করোনা টেস্টের ফল পজিটিভ আসায় এই বিপত্তি।
ফুটবল এসোসিয়েশনের সেন্ট জর্জেস পার্ক ট্রেনিং কমপ্লেক্সে যখন টেস্টের ফলাফল পৌঁছায়, তখন ৩-১ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তাৎক্ষণিকভাবেই বন্ধ হয়ে যায় ম্যাচটি। এমনকি দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটিও স্থগিত করা হয়। রোববার অনুষ্ঠিত হবার কথা ছিল ওই ম্যাচ। এক বিজ্ঞপ্তিতে স্কটিশ ফুটবল এসোসিয়েশন জানায়, ‘বিলি ১০ দিন নিজ গৃহে আইসোলেশনে থাকবেন।’
ম্যাচে অংশগ্রহণকারী দলের সব খেলোয়াড় ও স্টাফদেরও ১৪ দিনের সতর্কতামুলক আইসোলেশনে পাঠানো হবে। এই ঘটনার প্রভাব অবশ্য ইংল্যান্ডের সিনিয়র দলের উপর পড়বে না। আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের প্রস্তুতির জন্য ইংলিশ দলটি বর্তমানে সারের পেনিহিল পার্কে অবস্থান করছে।