জামালপুর প্রতিনিধিঃ রবিবার ৪ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী সাঈদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের ১৮ ঘন্টার মধ্যেই পুলিশি অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে মেলান্দহের হাজরাবাড়ির মহিরামকুল গ্রাম থেকে গ্রেফতার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেমুজ্জামান জানান, রোববার রাতে স্বামীর হাতে স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফাতেমার মা জয়গুন বেগম বাদী হয়ে ঘাতক স্বামী সাঈদ আলীকে আসামি করে জামালপুর থানায় সোমবারে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ আলীকে তার বোনের বাড়ি মহিরামকুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য, রবিবার ৪ অক্টোবর রাত ১০টার দিকে জামালপুর পৌর শহরের কম্পপুর মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ফাতেমাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী সাঈদ আলী। ওই রাতেই ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহত ফাতেমার মা বাদী হয়ে জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে ওই ঘাতক স্বামীকে গ্রেফতার করে পুলিশ।