নির্মলেন্দু সরকার বাবুল : নেত্রকোনা জেলার দুর্গাপুরে মানব কল্যানকামী অনাথালয়ের অনাথ ও এতিম শিশুদের জন্য খাদ্য সহায়তা প্রদান করলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। সোমবার(০৫অক্টোবর) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে অনাথালয় চত্তরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান সামগ্রী থেকে ১শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, অনাথ মাতা নিশা দেবী, আওয়ামীলীগ নেতা বিভাষ চন্দ্র সরকার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। অনাথলয়ে ১২৪জন অনাথ শিশুদের নিরাপত্তায় সীমানা প্রাচীর নির্মান সহ শিশুদের জীবন মান উন্নয়নে নানা সহয়তা প্রদানের আশ্বাস দেন তিনি।