নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নির্যাতন ও পর্নোগ্রাফি মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন মামলাটি পিবিআইতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুইটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এর আগে, মামলা দুইটি বেগমগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিল।
এদিকে শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে বৃহস্পতিবার মামলার দুই নম্বর আসামি আবদুর রহিম এবং ইউপি সদস্য মোয়জ্জেম হোসেন সোহাগ আদালতে জবানবন্দি দিয়েছে।
শুক্রবার বিকালে নোয়াখালীর পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করছি। মামলাটি স্পর্শকাতর তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে।