পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানে সরকার পতনে বিদেশী ষড়যন্ত্র প্রমাণে কমিশন গঠিত হবে। শুক্রবার তিনি এমন তথ্য দেন বলে সংবাদ প্রকাশ করেছে ডন।
পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, হুমকি দিয়ে পাঠানো বিদেশী চিঠির বক্তব্য প্রকাশ করবে ইমরান খানের সরকার। এ চিঠির মাধ্যমেই পাকিস্তানে ইমরান খানের সরকার পতনের ষড়যন্ত্র করা হয়েছিল। আগামীকাল পাকিস্তানের পার্লামেন্টে এ চিঠির বক্তব্য প্রকাশ করা হবে। বিদেশী ষড়যন্ত্র প্রমাণের জন্য একটি কমিশনও গঠন করা হবে।
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকের পর তিনি দাবি করেন, ওই বিদেশী চিঠির মূল কপির পূর্ণাঙ্গ বক্তব্য পার্লামেন্টে প্রকাশ করা হবে। এখন এ চিঠিটি সরকারের হেফাজতে আছে।
ফাওয়াদ চৌধুরী বলেন, এ চিঠি প্রকাশ করার পরেও যদি বিরোধী দলগুলো অনাস্থা ভোট শুরু করতে চায় তাহলে পাকিস্তানের জনগণই বুঝতে পারবে কে বিদেশী ষড়যন্ত্রের সাথে জড়িত আর কে জড়িত না।
তিনি আরো বলেন, পাকিস্তানে সরকার পতনে বিদেশী ষড়যন্ত্র প্রমাণে যে কমিশন গঠিত হবে তার নেতৃত্ব দিবেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক খান। এখন কমিশন ওই বিদেশী চিঠির সাথে অনাস্থা ভোট শুরু করার সম্পর্কের বিষয়ে তদন্ত করবে এবং তা (পাকিস্তানি) জাতির সামনে তুলে ধরবে।
সূত্র : ডন