জাবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকায় অভিযান চালিয়ে আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক তাদের ছাড়িয়ে এনেছেন।
বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।
শিক্ষার্থীদের ছাড়িয়ে আনা চার শিক্ষক হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান এবং চারুকলা বিভাগের প্রভাষক অসীম চন্দ্র রায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ জন বর্তমান শিক্ষার্থী ও ৩ জন সাবেক শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের আটকের বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।
এ বিষয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বিকালে আমাদের এক শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তখন আমি ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। এরপর ৭টার দিকে পুলিশ আমাকে পানধোয়া এলাকায় যেতে বলে। সেখানে গেলে পুলিশ তাদের ছেড়ে দেয়।