বাংলাদেশের সাংবাদিকদের অন্যতম প্রধান সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব” এর ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে, সংস্কৃতি ও প্রকৃতি বিষয়ক সংগঠন “ইসাবেলা ফাউন্ডেশন” ও IAFM – International Academy of Film and Media এর সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজনে সত্যজিৎ রায়ের প্রধান তিনটি চলচ্চিত্র “পথের পাচাঁলী”, ”তিন কন্য” ও ”অশনিসংকেত” প্রদর্শীত হবে আর সাথে থাকবে শ্রী উজ্জ্বল চক্রবর্তীর বিশেষ আলোচনা।
ময়মনসিংহ শহড়ে ব্রহ্মপুত্র নদের তীরে সুপরিচিত জয়নুল আবেদিন পার্কের উন্মুক্ত বৈশাখী মঞ্চে ৩০ জুন-১জুলাই চলচ্চিত্র প্রদর্শীত হবে।
৩০ জুন রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। বাংলাদেশ সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, এম এ ওয়াহেদ। তিনটি দেশের রাষ্ট্রদূত সহ শিক্ষানুরাগী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ময়মনসিংহ বাসীর প্রিয় মুখ মো: ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।
উল্লেখ্য, প্রদর্শনী গুলি সকলের জন্য উন্মুক্ত।