বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করন চাই দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) ময়মনসিংহ সদর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ৫ অক্টোবর ১১টায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মো: রুকন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোছা: শামছুন্নাহার বেগম, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো: চাঁন মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক আঞ্চলিক সম্পাদক দুকুল চন্দ্র দেব, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহসভাপতি মো: রফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি মো: শাহজাহান খান, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বাবুল চন্দ্র গোস্বামী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো: এমদাদুল হক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লোল, সাবেক অর্থ সম্পাদক মো: গোলাম হক প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আমেনা ইসলাম চম্পা, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মিলন চন্দ্র দেবনাথ, ইউ.সি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল হোসেন প্রমুখ।