স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসস্ট্র্যান্ড সংলগ্ন ভাষা সৈনিক শামসুল হক ডাক বাংলো ভবন কমপ্লেক্স শনিবার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি। ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে প্রতিমন্ত্রী শরিফ আহমেদ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ওপর আলোকপাত করেন।
উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও উপজেলার যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রধীপ চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মন্তাজ উদ্দিন মন্তা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মেজবা-উল আলম চৌধুরী রুবেল,যুগ্ন সাধারাণ সম্পাদক শামসুল আলম রাজু,এ কে এম আজহারুল ইসলাম,জিয়াউল হক জিয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন, যুবলীগ,ছাত্রলীগ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।