ময়মনসিংহ নগরীতে পরিবারের সদস্যদের সাথে রাগ করে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্রী। তার নাম অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬)। রোববার (১৩ মার্চ) দুপুর ২ টার দিকে স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে মৃত্যু হয় তার।নিহত অর্কপ্রিয়া ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক, গবেষক ও ছড়াকার ছড়াকার স্বপন ধরের মেয়ে।আত্মহত্যার ঠিক আগমূহুর্তে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেয় অর্কপ্রিয়া৷ সেখানে তিনি নিজের স্বাধীনতার ওপর বাবা-মা-ভাইয়ের হস্তক্ষেপের কারণে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরেন। সেই রাগ-ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে সেখানে প্রকাশ করে অর্কপ্রিয়া।স্বজনরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ভবনের ৬ষ্ঠ তলায় নিহত স্কুলছাত্রী অর্কপ্রিয়া ধরের খালার বাসা। গত পরশু এই বাসায় বেড়াতে এসেছিলেন এবং পুলিশ লাইন্স এলাকার নিজের বাসায় চলেও গিয়েছিলো প্রিয়া। আজ কখন এই ভবনে এসেছে তা জানা নেই কারও। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে।