কাঁচা রসুন পাকস্থষির জন্যও বেশ উপকারী ।সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে তা জকাবার হজমে সাহায্য করে ।এছাড়াও রসুন আমাদের লিভার এর সঠিক কার্যকারিতা নিশ্চিত করে ও পাকস্থলীর নানবিধ সমস্যা দূর করে ।
সকালে খালি পেটে রসুন ও পানি গ্রহন শরূরের জন্য খুবই উপকারী ।দেহকে বিষাক্ত পদার্থমুক্ত করার একটি চমৎকার বিকল্প হিসেবে রসুনকে বিবেচনা করা হয় ।বিশেষজ্ঞদের মতে ,রসুন এতটাই শক্তিশালী যে এটি বিভিন্ন ক্ষতিকর পদার্থ ,পরজীবী থেকে শরীরকে মুক্তি দিতে পারে ।এছাড়াও এটি বহুমূত্র(Diabetes) ,হতাশা(Depression) এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সক্ষম ।
যক্ষা ,নিউমোনিয়া ,ব্রঙ্কাইটিস ,অ্যাজমা ,হুপিং কাশি ,যক্ষা ইত্যাদি শ্বসনতন্ত্র সম্পর্কিত রোগের ক্ষেত্রে রসুন খুবই উপকারী ।এক্ষেত্রে প্রতিদিন সম্পূর্ন কাঁচা বা রান্নাকৃত রসুন রোগীকে সুস্থ করে তুলতে ভূমিকা রাখে ।এছাড়াও এটি এসকল রোগ প্রতিরোধেও বেশ কার্যকর ।
রসুনে যাদের এলার্জি রয়েছে তাদের অবশ্যই দুটি বিষয় মাথায় রাখতে হবে যে কোনোক্রমেই তাদের কাঁচা রসুন খাওয়া উচিত হবে না এবং রসুন খাওয়ার কারনে যদি তার কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।