লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজের স্যুইচ গেটের কাছে মঙ্গলবার বিকেলে এক জেলে নিখোঁজ হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দোয়ানী গ্রামের মকবুল হোসেন ছেলে।
জানা গেছে, বিকেলে তিস্তা ব্যারাজের স্যুইচ গেটের সাথে জাল দিয়ে মাছ ধরার সময় নৌকা উল্টে গিয়ে সে নদীতে ডুবে যায়। এসময় অন্যান্য জেলেরা তাকে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়। এর পর হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ইনচার্জ সিদ্দিকী হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে আমাদের সদস্যরা নিখোঁজ জেলেকে খোঁজাখুঁজি করছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য রংপুর থেকে একটি ডুবুরি দল এসেছে।