মিরপুরে সেলিম আলী সেক নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মিরপুর থানায় আজ রোববার এই মামলা রেকর্ড হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিম আলী।
দশম শ্রেণির ছাত্রের বুকে গুলি লাগে বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের দশম শ্রেণির ছাত্র আ ন ম সামীরকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার এ মামলা করেন সামীর বাবা আশ্রাফুল ইসলাম। মামলার তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই বুকে গুলি লাগে সামীর।
অপহরণ মামলা ৯ বছর আগে রাজধানীর গুলশান থেকে আবু নাসের শামীম নামের এক যুবককে অপহরণের অভিযোগে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে আজ এ মামলা করেন ভুক্তভোগী আবু নাসের। মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি গুলশান থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় এবং তাঁকে নির্যাতন করা হয়। পরে ২০১৫ সালের ১২ মার্চ তাঁকে নোয়াখালীর সোনাইমুড়িতে ফেলে রেখে আসা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া র্যাবের সাবেক প্রধান (পরবর্তী সময়ে আইজিপি) বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান খাইরুল ইসলাম ও সৈয়দ আলী আজগরকে আসামি করা হয়েছে।
হত্যাচেষ্টা মামলা কদমতলী এলাকায় হুমায়ুন কবীর নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বাদী হয়ে তিনি এ মামলা করেন। মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে অংশ নেন হুমায়ুন কবীর। পরে ১৯ জুলাই গভীর রাতে বাসা থেকে আটক ও বাসা ভাঙচুর করা হয়। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, কদমতলী থানার সাবেক এসআই আরিফুর রহমানকে আসামি করা হয়।